Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফের নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর’

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৪

মিয়ানমারে জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে – নতুন নির্বাচন আয়োজন করে, নির্বাচিত কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় তারা। খবর আল এরাবিয়া।

এর আগে, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজনের অভিযোগে মিয়ানমারের প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ প্রভাবশালী নেতৃবৃন্দকে আটক করে সেনাবাহিনী।

মিয়ানমার সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি অবস্থা শেষ হলেই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

মিয়ানমারের সংবিধান অনুসারে এক বছরের বেশি সময় জরুরি অবস্থা জারি রাখা যাবে না। তাই এক বছরের মধ্যেই সেনাবাহিনী প্রতিশ্রুত নির্বাচন আয়োজন হতে হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ব্যাপারে অনাস্থা জানিয়ে সর্বশেষ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি তোলে পরাজিত এবং সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। সেই দাবি নিয়ে এনএলডি’র সঙ্গে সেনাবাহিনীর আলোচনা শুরু হয়। কিন্তু, আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

পরে, সোমবার পার্লামেন্ট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে অভ্যুত্থান ঘটিয়ে শীর্ষ নেতৃত্বকে আটক করে দেশটির সেনাবাহিনী।

সারাবাংলা/একেএম

অং সান সু চি নির্বাচন মিয়ানমার মিয়ানমারে সেনা অভ্যুত্থান সেনা অভ্যুত্থান সেনাবাহিনী

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর