মিয়ানমারের পরিস্থিতি ‘বোঝার চেষ্টা’ করছে চীন
১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৯
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় নজর রেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে চীন। খবর রয়টার্স।
সোমবার (১ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ওই মুখপাত্র বলেন, মিয়ানমারের বন্ধুসুলভ প্রতিবেশি হিসেবে চীন প্রত্যাশা করে সকল পক্ষের অংশগ্রহণে মিয়ানমার একটি সম্মানজনক সমাধানের দিকে পৌঁছাতে পারবে। যার মাধ্যমে গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি সকল পরিস্থিতিতে মিয়ানমার তাদের সংবিধান এবং আইনি প্রক্রিয়া মেনে চলবে বলে প্রত্যশা করে চীন।
এর আগের মাসেই চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং উই মিয়ানমারে এক দ্বি পাক্ষিক বৈঠকে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেন। সে সময় এই সেনা অভ্যুত্থানের ব্যাপারে কোনো ইঙ্গিত ছিল কিনা? এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওই মুখপাত্র তা এড়িয়ে যান।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ব্যাপারে অনাস্থা জানিয়ে সর্বশেষ নির্বাচনের ফলাফল বাতিলের দাবি তোলে পরাজিত এবং সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। সেই দাবি নিয়ে এনএলডি’র সঙ্গে সেনাবাহিনীর আলোচনা শুরু হয়। কিন্তু, আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
পরে, সোমবার পার্লামেন্ট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে অভ্যুত্থান ঘটিয়ে শীর্ষ নেতৃত্বকে আটক করে দেশটির সেনাবাহিনী।
সারাবাংলা/একেএম