ভারতের বাজেটে করোনা মোকাবিলায় বরাদ্দ ৩৫ হাজার কোটি
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০২
ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা মোকাবিলায় বারাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার কোটি রুপি। প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চলতি বছরের বাজেট একেবারেই আলাদা। মহামারির দাপটে জর্জরিত দেশ তাকিয়ে ছিল বাজেটের দিকেই। প্রশ্ন ছিল, কতটা গুরুত্ব পাবে করোনা ভ্যাকসিন? সে দিকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, সোমবার তা স্পষ্ট ভাবেই প্রকাশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। দেশে ইতোমধ্যেই দুটি টিকা পাওয়া যাচ্ছে। ভারতের পাশাপাশি আরও ১০০ দেশের মানুষের কাজে লাগছে সেই ভ্যাকসিন। আরও অন্তত দুটি ভ্যাকসিন অচিরেই ভারতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই ভ্যাকসিন বছরে অন্তত ৫০ হাজার শিশুর মৃত্যু আটকাতে পারে বলেও দাবি করেছেন তিনি।
নির্মলা বলেছেন, ভ্যাকসিন গবেষণার জন্য ভারতে রিজিওনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি গড়ে তোলা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে পাঁচ বছরে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা খরচ করা হবে। স্বাস্থ্যখাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে।
সারাবাংলা/একেএম