Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪০

বগুড়া: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র বাইতুলমাল বিভাগের সদস্য কামরুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরতলীর বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার কামরুজ্জামান নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে। গ্রেফতারের পর তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, বেশকিছু সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রা এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার কামরুজ্জামান নব্য জেএমবি’র বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল সদস্য। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম, অর্থসংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন। তার বাড়ি নোয়াখালি জেলায় হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার কামরুজ্জামানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

গ্রেফতার নব্য জেএমবি সদস্য

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর