Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৯

ঠাকুরগাঁও: ঘুষ নিতে গিয়ে দুদকের (দুর্নীতি দমন কমিশন) হাতে আটক হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বড়বাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ছদ্মবেশে থাকা দুদকের কর্মকর্তাদের সামনে ভূমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করে দুদক।

অভিযানে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবাগ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে প্রমাণ পাওয়া যায় এবং টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা প্রয়োজনীয় প্রমাণসহ সবকিছু হস্তান্তর করবো, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তারা অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় দিয়েছেন। অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

আটক ঘুষ ঠাকুরগাঁও দুদক ভূমি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর