Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ লাগাতে টাকা পাবে ১০ হাজার বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৫৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে ১০ হাজার বিদ্যালয়কে পাঁচ হাজার করে টাকা দেবে সরকার। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ওয়েবসাইটে প্রকাশ করা এই আদেশে বলা হয়েছে, বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আওতায় প্রকল্পের অর্থায়নে চার বছরে মোট ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেয়া হবে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে মোট ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাওয়া গেছে বলেও আদেশে উল্লেখ করেছে অধিদফতর।

এসব বিদ্যালয়ের হিসাব নম্বরসহ ই-মেইলে পাঠাতে প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/এনএস

১০ হাজার বিদ্যালয় পাঁচ হাজার টাকা প্রাথমিক শিক্ষা অধিদফতর স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

আরো

সম্পর্কিত খবর