Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৪

মানিকগঞ্জ: আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আরিচাঘাট থেকে একটি ফেরি ছেড়ে যায় পাবনার কাজিরহাট ঘাটের উদ্দেশে। অপরদিকে কাজিরহাট থেকে একটি ফেরি আসে আরিচা ঘাটে।

পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ- চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এ সময় বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, দুইপাড়েই ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।

তিনি জানান, এতে সময় সাশ্রয় এবং পণ্য পরিবহনও সহজ হবে। আপাতত একটি ফেরিঘাট দিয়ে শুরু হলেও দুইপাশে দুইটি ফেরি চালু হবে। পাবনা ও রাজশাহীর মানুষজন এবং পণ্যবাহী ট্রাকগুলো খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবে।

সারাবাংলা/এএম

আরিচাঘাট টপ নিউজ ফেরি চলাচল মানিকগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর