Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নাটোর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় ইয়াকুব আলী শিশু দুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের পরিবার। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে উঠলে ওই বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় ইয়াকুব আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে শিশু দুটির পরিবার। পরে আসামি ইয়াকুব আলীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ এপ্রিল চার্জগঠন করা হয়। মামলায় ১৪জনের সাক্ষ্য শেষে বিচারক ইমদাদুল হক আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

বিজ্ঞাপন

এসময় আসামি আদালতে উপস্থিত থাকায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ধর্ষণ নাটোর মামলা যাবজ্জীবন রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর