Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ১১ হাজার ৩২৫ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

স্টাফ করেসপনডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৫

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এ সময় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব জয়নুল বারি, বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দসহ একনেকের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বঙ্গবঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর একটি বড় প্রকল্প। এখানে আমরা অবকাঠামো তৈরি করে দেবো। বিনিয়োগকারীরা বাকি কাজ করবে। শিল্প নগরে আমর্স বা ড্রাগ তৈরির জন্য প্রকল্প নেওয়া যাবে না। এখানে আমাদের অনুমোদিত পণ্য তৈরির জন্য যে কেউ বিনিয়োগ করতে পারবে।’

তিনি বলেন, ‘এখন পানি সরবরাহ ব্যবস্থা ভালো আছে। পরিবেশগত কারণে জলবায়ু প্রভাবের কারণে পানি সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। আজ থেকে ২৫-৩০ বছর আগে যখন ঢাকায় আসি তখনকার থেকে এখন পানি সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। রাজধানীতে পানি সরবরাহ আরও উন্নত করতে মেঘনা নদী থেকে পানি আনা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশিক্ষিত ড্রাইভার তৈরি করব। এক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যারা নিরক্ষর তাদের নেব না। যারা অষ্টম শ্রেণি পাস, সুস্বাস্থ্যের অধিকারী এবং চোখ ও কান যাদের ঠিক থাকবে তারা প্রশিক্ষণ নিতে পারবেন।’

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো

পল্লী সড়কে গুরত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প; ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইএ্যাবল ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট; টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প; যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প; তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প; ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন-ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প; বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প এবং হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প।

সারাবাংলা/জেজে/পিটিএম

৮ প্রকল্প অনুমোদন একনেক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর