ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে লাইসেন্স ছাড়া মশার কয়েল উৎপাদন করায় লামিয়া সুপার কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে এক ট্রাক মালামাল জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য দুই লাখ টাকা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। বিএসটিআইয়ের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
ওই কারখানাটি লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং ব্র্যান্ড নামে মশার কয়েল উৎপাদন করত। এর বিপরীতে তাদের ব্র্যান্ড উৎপাদন লাইসেন্স ছিল না।