Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারক, আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০২

ঢাকা: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পরিচয় দিয়ে প্রতারণা অভিযোগের মামলায় অষ্টম শ্রেণি পাস মো. আশরাফুল ইসলাম দিপুকে (২১) ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) তিনদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিমের পরিদর্শক দাউদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ৩১ জানুয়ারি তাকে তিন দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত ৩০ জানুয়ারি রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তার কাছ থেকে ৮টি মোবাইল, ১০টি সিম কার্ড, ডাচ্ বাংলা ব্যাংকের মাস্টার কার্ড ১টি, ব্যাংক এশিয়ার চেক বই ১টি, সরকারি গেজেটের প্রিন্টেড কপি, ৩টি ভুয়া ফেসবুক আইডি ও ২টি ভিডিও জব্দ করা হয়।

জানা যায়, এনএসআইর কর্মকর্তা পরিচয়ে গত ৪ ডিসেম্বর একটি গাড়ি ভাড়া নেন আশরাফুল। ওই গাড়ি চালকের স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসআইর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

ওই ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/একে

আদালত এনএসআই প্রতারণা

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর