Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ফসল তোলার পালা

সোহেল রানা, লোকাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:০৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৪

হিলি: আমন ধান ঘরে তোলার পর ইরি চাষের আগের সময়টুকুতে পড়ে থাকা জমিতে বাড়তি ফসল হিসেবে চাষ করা হয় সরিষার। এবছর আবহাওয়াও ভালো ছিল, পোকামাকড়ের আক্রমণও কম হয়েছে। তাই দিনাজপুর অঞ্চলের সরিষার ফলনও বেশ ভালো হয়েছে।

দীগন্ত বিস্তৃত হলুদ কার্পেট বিছিয়ে প্রকৃতিতে শীতকে বরণ করেছিল যে সরিষা ফুল। শীতের বিদায়ের আগেই জীবনচক্র শেষ করে জবুথবু শরীর নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বিঘাপ্রতি সরিষার ফলন চার থেকে পাঁচ মণ। আর প্রতিমণ সরিষার বাজারমূল্য ১৬ শ টাকা। এই টাকাটা তাদের ইরি চাষে বেশ কাজে লাগে।

হাকিমপুর উপজেলা কৃষি র্কমর্কতা ড. মমতাজ বেগম জানান, এ বছর এই উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ৮২০ হেক্টর থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। ইতোমধ্যে কৃষকরা সরিষা কাটা শুরু করেছেন, ফলনও ভালো হয়েছে। আশা করছি বাজারে ভালো দামও পাবেন তারা।

সারাবাংলা/এমআই

সরিষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর