Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের ২ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৪

নড়াইল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যমূলক বক্তব্য দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নড়াইলের এক আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ রায় দেন।

আসামি পলাতক থাকায় যেদিন তিনি গ্রেফতার বা আদালতে স্বেচ্ছায় হাজির হবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে বলে আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তারেক রহমান ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যটি মানহানিকর ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত অপচেষ্টার শামিল- এই অভিযোগে নড়াইল আদালতে মামলা করেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার শাহাজাহান বিশ্বাস।

তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা রয়েছে। বঙ্গবন্ধুকে কটূক্তি করার মামলাসহ মোট চার মামলায় তিনি সাজাপ্রাপ্ত হলেন। এর আগে অর্থ পাচার মামলায় সাত বছর, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সবগুলো মামলায়ই তারেক রহমান পলাতক। খালেদা জিয়া কারাগারে গেলে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। ওই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর মামলা করেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার শাহাজাহান বিশ্বাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

তারেক জিয়া নড়াইলের আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর