Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোকিও অলিম্পিক প্রধানের ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫০

নারীদের নিয়ে করা অশোভন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। খবর বিবিসি।

এর আগে, বুধবার (৩ ফেব্রুয়ারি) টোকিও অলিম্পিক কমিটির এক বৈঠকে তিনি বলেছিলেন, নারীরা বেশি কথা বলেন এবং বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে সময় বেশি লাগে। অশোভন এ মন্তব্যের জন্য ৮৩ বছর বয়সী মোরির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও এখনই পদ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, অলিম্পিক পরিচালনা কমিটিতে এখন ২৪ সদস্য যার মধ্যে পাঁচ জন নারী। অলিম্পিকে জাপানি খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা এ কমিটি ২০১৯ সালে পরিচালনা পর্ষদে নারীর সংখ্যা বাড়িয়ে ৪০ শতাংশ করার পরিকল্পনা নিয়েছিল।

যদি পরিচালনা পর্ষদে নারী সদস্য বাড়ানো হয় তাহলে তাদের কথা বলার সময় যেনো সীমিত থাকে তা নিশ্চিত করতে হবে। তাদের কথা শেষ করতে দেরি হয়, যা খুবই বিরক্তিকর – মোরি এমনটাই বলেছিলেন বলে জানিয়েছে আসাহি শিমবুন সংবাদপত্র।

২০০০-২০০১ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর থাকা মোরি দায়িত্বে থাকাকালীন সময়েও উল্টোপাল্টা এবং অকূটনৈতিকসুলভ মন্তব্যের জন্য পরিচিত ছিলেন। তার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড় বয়ে যায়। টুইটারে হ্যাশট্যাগ মোরি রিজাইন ট্রেন্ড হয়ে ওঠে।

টুইটারে ব্যবহারকারীরা বলছেন, লজ্জার। এখনি সময়। চলে যাও। পাশাপাশি, মোরি যদি পদত্যাগ না করেন তাহলে অ্যাথলেটদের অলিম্পিক বয়কট করার আহ্বান জানিয়েছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

মোরি জাপানি সংবাদপত্র মাইনিচিকে বলেছেন, কেবল বাইরের লোকই নয়, পরিবারের নারী সদস্যরাও তাকে ওই মন্তব্যের জন্য তিরস্কার করেছেন।

সারাবাংলা/একেএম

অশোভন মন্তব্য ইয়োশিরো মোরি টোকিও অলিম্পিক ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর