Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যানসার দিবসে ল্যাবএইড ক্যানসার স্পেশালিটি সেন্টারের সেমিনার

সারাবাংলা ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৭

ঢাকা: বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের লেকচার গ্যালারিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ‘উইনিং ক্যানসার’ থিমে চালু হতে যাওয়া ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এই আয়োজন করে।

মরণব্যাধি ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব ক্যানসার দিবস। এবারের প্রতিপাদ্য ‘I am and I will’।

বিজ্ঞাপন

ডা. মো. জাহাঙ্গীর কবীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্জন প্রফেসর ডা. মো. খাদেমুল ইসলাম। ‘Together, All Our Actions Matter’ শিরোনামে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক।

সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ খান, অধ্যাপক ডা. মরিয়ম ফারুকী স্বাতী, ডা. আলী নাফিসা। এসময় উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের চেয়ারম্যান ডা. এ এম. শামীম, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির ডিরেক্টর ডা. মাহবুবুল ইসলামসহ আরও অনেকে।

সেমিনারে সভাপতিত্ব করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম।

দিবসটি উপলক্ষে সকালে ল্যাবএইডের কর্মকর্তা-কর্মচারীরা এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে শুরু হয়ে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ঘুরে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এমও

ক্যানসার ল্যাবএইড ক্যানসার স্পেশালিটি সেন্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর