Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের নাম এই বলে খ্যাত হোক, আমরা প্রধানমন্ত্রীর লোক’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৭

ফাইল ছবি

ঢাকা: আল-জাজিরার প্রতিবেদনকে বিগ বাজেটের ড্রামা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘সম্প্রতি সময়ে দেখেছি বিগ বাজেটের একটি ড্রামা সিরিয়াল হয়েছে। সেই বিগ বাজেটের ড্রামার শিরোনামটিকে আমরা গ্রহণ করেছি। সেখানে বলছে অল আর প্রাইম মিনিস্টারস ম্যান। বাংলাদেশের মনে হয় কিছু রাজাকার ও কিছু প্রতিক্রিয়াশীল ছাড়া- সকলে এটাকে গ্রহণ করেছে।… আমাদের নাম এই বলে খ্যাত হোক আমরা প্রধানমন্ত্রীর লোক।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রকাশিত ‘মুজিব শতবর্ষে ১০০ কৃষিপ্রযুক্তি এটলাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘গত চার বছরে আমরা কোনো গবাদি পশু আমদানি করিনি। কোরবানির সময় একটি হাহাকার থাকতো, প্রতিবেশী দেশ থেকে পশু না এলে কোরবানি করা যাবে কীনা।’বঙ্গবন্ধু কন্যার সরাসরি নির্দেশনা ও ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ পশু উৎপাদন- বিশেষ করে গবাদি পশু এতটুকু বৃদ্ধি পেয়েছে- কোরবানির সময়েও প্রয়োজনের চেয়েও অতিরিক্ত পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে বিক্রি হয় না। আমরা এখন গবাদি পশু উৎপাদনে বিশ্বে ১২ তম স্থানে অবস্থান করছি।’

তিনি বলেন, ‘মাছ উৎপাদনে বাংলাদেশে বিস্ময়কর সাফল্য এসেছে। মাছ, মাংস, ডিম উৎপাদনে এই বৈপ্লবিক অর্জন সম্ভব হয়েছে সরকারের সুব্যবস্থাপনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায়। করোনার সময়ে আমরা ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু করেছিলাম। ৯ হাজার কোটি টাকার মাছ, দুধ ও মাংস বিক্রি হয়েছে- তাতে খামারিরা বিপন্ন অবস্থায় পড়েনি। ৬ লাখ ৯৬ হাজার ক্ষতিগ্রস্ত খামারিকে আমরা প্রণোদনা দেব, খুব কাছাকাছি সময়ে আমরা ৪ লাখ ৮ হাজার খামারিকে প্রণোদনা দিতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত প্রণোদনা কোনো সরকার দেয়নি।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধরী, কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

সারাবাংলা/ইএইচটি/একে

আল-জাজিরা প্রধানমন্ত্রী শ ম রেজাউল করিম শেখ হাসিনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর