ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন।
তিনি বলেন, বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।