Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আল জাজিরার প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ এড়ানোর সুযোগ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৯

ঢাকা: বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, বাংলাদেশ বিষয়ে আল জাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। স্বচ্ছতার স্বার্থে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে নেতারা বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআরের দেওয়া বিবৃতি জনমানসে সৃষ্ট উদ্বেগ নিরসনে সক্ষম হয়নি।‘ এসময় প্রতিবেদনে উত্থাপিত ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ শ্বেতপত্রের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষর করেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদ মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আল-জাজিরা বাম গণতান্ত্রিক জোট সেনাপ্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর