Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২১ ১০:১১

যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের ব্যারাকে অগ্নিকাণ্ডে সাতটি টিনের ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। যাদের ঘর পুড়েছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। কারাগারের বাইরে ব্যারাকে আগুন লেগেছে। সেটিও নিয়ন্ত্রণে আছে। সবাই নিরাপদেই আছে।

জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বামপাশে অবস্থিত কারারক্ষীদের ব্যারাক। সেখানকার টিনশেডের সাতটি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

 

সারাবাংলা/এএম

আগুন টপ নিউজ যশোর কেন্দ্রীয় কারাগার