Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১০:১১

ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডু উপজেলার কাঁপাশহাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ মামলার আসামি রাজ আক্তারকে (৩৬) গ্রেফতার করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের জোহান ড্রিম ভ্যালি পার্ক এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজ ওই গ্রামের মৃত শমসের মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রাজ আক্তারকে গ্রেফতার করে। এরপর তাকে হরিণাকুন্ডু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নিজ বাড়িতে ওই নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ১৪ জানুয়ারি ভুক্তভোগী নারী গ্রেফতারকৃত রাজকে আসামি করে আদালতে একটি ধর্ষণ মামলা করেন।

সারাবাংলা/এনএস

আসামি গ্রেফতার টপ নিউজ ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর