Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের ঘোষণা মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:০৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৮

ফেসবুকের পর এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে মিয়ানমার। দেশটির প্রধান ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনরের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি সহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ফেসবুক বন্ধের পর দেশটির যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় জানায়, ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ও তথ্য ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে কিছু মানুষ।

সারাবাংলা/এএম

ইনস্টাগ্রাম টুইটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর