Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় স্কুলভবনে ছাত্রের ঝুলন্ত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় জজ মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জজ মিয়া ওই স্কুলের দশম শেণির ছাত্র ও উপজেলার বৈরাটি ইউনিয়নের দক্ষিণ কাজলা গ্রামের মান্নান মিয়ার ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জজ মিয়ার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভগ্নিপতি আজিজুল হক জানান, জজ মিয়া শান্ত ও মেধাবী ছাত্র ছিল। সে পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসত। আর এ ভালোবাসাই তার জীবন কেড়ে নিয়েছে। গত কয়েকদিন আগেও জজ মিয়াকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ নেত্রকোনা পূর্বধলা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর