Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সফলতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৭

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশকে অতীতের মত দারিদ্র্যক্লিষ্ট দেশ হিসেবে চিহ্নিত না করে দেশের সফলতাগুলো তুলে ধরার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন।

ঢাকায় আর্মি স্টেডিয়ামে পররাষ্ট্রমন্ত্রী মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শনিবার (৬ ফেব্র্রুয়ারি) এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ বছরে এদেশের অভাবনীয় সাফল্য এবং বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্য মুজিব শতবর্ষে সারাবিশ্বকে জানাতে হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের দারিদ্র্য অতি কম সময়ে কমানো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

ড. মোমেন উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির অধিকার আদায়ে সংগ্রাম করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর পরিবার ও জনগণের কাছ থেকে তাকে দূরে রাখতে অনেক বছর জেলে রাখা হয়েছিল। নতুন প্রজন্মের সকলের উচিত বঙ্গবন্ধুর মতো ত্যাগী ও দেশপ্রেমিক নেতা সম্পর্কে জানা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য গ্রহণ করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষ ও দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। মুজিববর্ষেই সরকার গৃহহীনদের জন্য ৯ লাখ পাকাবাড়ি নির্মাণ করতে চায়।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুকে আমার ঘনিষ্টভাবে দেখার সুযোগ হয়েছিল এবং তার কন্যা শেখ হাসিনার সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছে, সে জন্য আমি নিজেকে ধন্য মনে করি। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে সকলকে কাজ করতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী দেশে পরিণত করতে আমরা সক্ষম হব।

বিজ্ঞাপন

সারাবাংলাজেআইএলএকে

গণমাধ্যম দেশের সফলতা পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর