Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ৫০, সারাদেশে আরও ৯৫৫ হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে কাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২১

ঢাকা: ঢাকাসহ সারাদেশে এক হাজার পাঁচটি হাসপাতালে একযোগে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগের কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি)। এদিন ঢাকায় ৫০টি ও ঢাকার বাইরে ৯৫৫টি হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চলবে। এখন পর্যন্ত করোনাভাইরাসের এই ভ্যাকসিন নিতে ‘সুরক্ষা’ সিস্টেমে নিবন্ধন করেছেন ৩ লাখ ২৮ হাজার ১৩ জন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনসাধারণকে এই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করবেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে এই ভ্যাকসিন নেবেন। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ভ্যাকসিন নেবেন।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, সারাদেশে আমাদের দুই হাজার চারশটি টিম কাজ করবে। প্রতিটি টিমের ১৫০ জনকে ভ্যাকসিন প্রয়োগের সক্ষমতা রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা বা আড়াইটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। তবে নানা আনুষ্ঠানিকতা থাকায় প্রথম দিন ভ্যাকসিন প্রয়োগের সময় কিছুটা শিথিল থাকবে।

সারাবাংলা/এসবি/টিআর

করোনাভাইরাস করোনার ভ্যাকসিন ভ্যাকসিন স্বাস্থ্য অধিদফতর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর