চট্টগ্রামে টেস্ট ভেন্যু থেকে জুয়াড়ি সন্দেহে ৩ ভারতীয় নাগরিক আটক
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৭
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তাদের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে পুলিশের কাছে দিয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিন জনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
আটক তিন জন হলেন— সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সারাবাংলাকে বলেন, ‘এনএসআই তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। খেলা নিয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র সক্রিয় থাকে। আটক তিন ভারতীয় নাগরিক সেই নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করছে এনএসআই। তাদের কাছে জুয়া সংক্রান্ত বিশেষ কোনো উপকরণ পাওয়া যায়নি। তবে মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি প্রকৃতই জুয়াড়ি হয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এছাড়া তারা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/টিআর
৩ ভারতীয় আটক আন্তর্জাতিক জুয়াড়ি চক্র এনএসআই চট্টগ্রাম টেস্ট ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম জুয়াড়ি জুয়াড়ি চক্র জুয়াড়ি চক্রের সদস্য