স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ক্রীড়া ও পেশাজীবী কমিটির সভা
৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫২
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রাড়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আব্দস সালাম। সভাপতিত্ব ও পরিচালনা করেন ক্রীড়া কমিটির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— তাবিথ আউয়াল (সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি), প্রকৌশলী ইশরাক হোসেন (সদস্য আন্তর্জাতিক বিষয়ক কমিটি বিএনপি), কাজী মহিউদ্দিন বুলবুল (ঢাকা মহানগর বিএনপি), আনোয়ারুজ্জামান আনোয়ার (১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি), মো. আওলাদ হোসেন (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মনজুর হোসেন মালু (নওগাঁ), জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ), এনামুল হক (নওগাঁ), মো. আনোয়ারুল হক অরিন (বরিশাল), অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল (রাজবাড়ী), সাজ্জাদ হোসেন বাবলু সিদ্দিকী (ব্রাদার্স ক্লাব), মো. আজিজুল বারী আরমান (সুনামগঞ্জ), মো. শরিফুল ইসলাম (পাবনা), মো. আনোয়ার হোসেন অনু (ঢাকা), কর্ণেল মো. (অব.) বশিরুল ইসলাম (ঢাকা), অ্যাডভোকেট সালেহীন, মো. মেজবাহ উদ্দিন- যুবদল, মো. লিটন খান, হুমায়ুন কবির আহমেদ (সাধারণ সম্পাদক ২৪ নং ওয়ার্ড ঢাকা সিটি), আব্দুল মজিদ (ক্রীড়া সম্পাদক শেরে বাংলা থানা ঢাকা সিটি), প্রকৌশলী নাজমুল হুদা (বি-বাড়িয়া), শিহাব শারাব খান (ক্রীড়া সম্পাদক মোহাম্মদপুর থানা ঢাকা সিটি), ওমর ফারুক খান (ক্রীড়া সম্পাদক ৩২ নং ওয়ার্ড ঢাকা সিটি), আলী বাবু (ঢাকা), কাইয়ুম চৌধুরী (সিলেট), আব্দুস সাত্তার (ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ), মো. জিয়াউর রহমান তপু (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মো. আসাদুজ্জামান (যাত্রা বাড়ি ক্রীড়া চক্র), মো. শহীদুজ্জামান শহীদ (সাবেক সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা), সৈয়দ আজিজুল হক দেওয়ান (সাবেক সাধারণ সম্পাদক সুইমিং ফেডারেশন), মো. ওমর তাহের বাবু (ঢাকা প্রমুখ)
সভায় স্বাধীনতাপূর্ব ক্রীড়া অঙ্গের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের তালিকা সংগ্রহ করে সন্মাননা জানানোর সিদ্ধান্ত হয়।
এর আগে সকাল ১১টায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন পেশাজীবী সমন্নয় কমিটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব প্রকৌশলী রিয়াজুল ইসলাম
উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান (সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল বিএনপি), ডাক্তার মো. আব্দুল কদ্দুস (সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল বিএনপি), ডাক্তার রফিকুল ইসলাম (সম্পাদক স্বাস্থ্য বিষয়ক বিএনপি), অধ্যাপক ডক্টর এম শামছুল আলম, ডাক্তার মো. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী ফখরুল আলম, বেগম জাহান আরা (সহসম্পাদক নার্স ও টেকনোলজি বিষয়ক বিএনপি), ডাক্তার মির্জা লিটন, কৃষিবিদ জিয়াউল হাসান পলাশ, বিপ্লব উজ্জামান, তানভীরুল আলম, প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান, প্রকৌশলী এ বি এম রুহুল আমীন আকন্দ, প্রফেসর ডাক্তার মো. এমতাজ হোসেন, ডাক্তার সোহেল আহমেদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এমআই