Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন চালু সোমবার: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৬

ড. এ. কে. আব্দুল মোমেন, ফাইল ছবি

ঢাকা: করোনা সংক্রমণের কারণে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও চালু হচ্ছে। করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে ভিসা আবেদন বন্ধ করেছিল দেশটি।

রোববার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদন বন্ধ করে দেয় দক্ষিণ কোরিয়া। এতে অনেক প্রবাসী দেশে এসে আটকা পড়েন। এমনকি অনেক প্রবাসী বাংলাদেশিরাও উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এই সিদ্ধান্তকে তখন সাময়িক সিদ্ধান্ত বলেছিল সিউলের বাংলাদেশ দূতাবাস।

সারাবাংলা/জেআইএল/এনএস

দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভিসা আবেদন চালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর