Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিলেন মিটফোর্ড পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০১

ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) সর্বপ্রথম ভ্যাকসিন নিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন-নবী।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

ভ্যাকসিন গ্রহণের পর পরিচালক বলেন, ‘ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন নিতে হবে। সেজন্য মিটফোর্ড হাসপাতালের ফ্রন্টলাইনার হিসেবে আমি সর্বপ্রথম করোনা ভ্যাকসিন নিয়েছি এবং আমার হাসপাতালের একজন চিকিৎসককে আমি নিজে ভ্যাকসিন পুশ করেছি। আমি প্রথম ভ্যাকসিন নিয়েছি যেন আমার হাসপাতালের অন্যরা উদ্বুদ্ধ হয়। তাদের মধ্যে যেন কোনো সংশয় না থাকে।’

সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো ভয় নাই। সবাই নির্ভয়ে ভ্যাকসিন নেবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসআর/এসএসএ

করোনা ভ্যাকসিন মিটফোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর