Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভ্যাকসিন নিয়েছেন কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৭

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।

ভ্যাকসিন নেওয়ার পর মন্ত্রী জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। তিনি সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামও ভ্যাকসিন নিয়েছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে উপস্থিত হয়ে ভ্যাকসিন নেন তিনি।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ৫০টি হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রাথমিকভাবে সারাদেশে ভ্যাকসিন প্রয়োগের জন্য কাজ করবে দুই হাজার চারশ টিম। তবে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি টিম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর