Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে সরকারি কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৭

ঢাকা: রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে ওমর ফারুক তানিম (৪১) নামে এক সরকারি এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটির (বেপজা) সামনের রাস্তা থেকে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, ‘খবর পেয়ে সকালে ধানমন্ডির ৬ নাম্বার রোডের বেপজা ভবনের সামনের রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ভবনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

বিজ্ঞাপন

তবে সে কিভাবে ছাদ থেকে পড়েছে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে কিনা, বা সে নিজেই লাফিয়ে পড়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

এসআই আরও বলেন, ‘পরিবারের সঙ্গে গ্রিন রোডের একটি বাসায় থাকতো ওমর ফারুক। তার কোনো সন্তান নেই। স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার চিকিৎসা চলছিল।’

মৃত ওমর ফারুকের সহকর্মী মাকসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটির (বেপজা) আইটি সিস্টেম কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন ওমর ফারুক। আজ সকালে সে অফিসে এসেছিল। এরপর কি হয়েছে তা বলতে পারছি না।’

সারাবাংলা/এসএসআর/এমও

বেপজা ভবনের ছাদ মৃত্যু সরকারি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর