Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা হচ্ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঢাকা: আগামী ১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে না। রাজধানীর পূর্বাচলে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশস সেন্টারে আগামী ১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল। রোববার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ মার্চ বাণিজ্য মেলা শুরু করব সে অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন একটু দেরিতে করার জন্য। আশা করছি, চলতি বছরের সুবিধামতো একটি সময়ে মেলার আয়োজন করতে পারব। তবে এখনি বলা যাচ্ছে না কবে নাগাদ মেলার আয়োজন করা যেতে পারে।’

বিজ্ঞাপন

পূর্বাচল ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপরে ২০১৭ সালের ১৭ অক্টোবর মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। গত বছরের ৩০ নভেম্বর নির্মাণ কাজ শেষ করার ঘোষণা দেয় তারা।

টিপু মুনশি বলেন, ‘ভবিষ্যতে সারা বছরই এখানে মেলা, বিভিন্ন পণ্য প্রর্দশনী ও সোর্সিং প্রোগ্রাম হবে। পাশাপাশি বছরে দুইবার নিজস্ব পণ্য প্রদর্শন করবে চীন।

সারাবাংলা/জেআর/পিটিএম

১৭ মার্চ টপ নিউজ টিপু মুনশি বাণিজ্য মেলা বাণিজ্যমন্ত্রী হচ্ছে না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর