বান্দরবানে বিজিবির গুলিতে ২ ইয়াবা কারবারি নিহত
৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৯
বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ির ৩নং ঘুমঘুম ইউনিয়নের গর্জনবুনিয়ার চাকমাপাড়া এলাকায় বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা ইয়াবা কারবারি বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তাদের কাছ থেকে ১লক্ষ পিচ ইয়াবা, ২টি একনলা বন্দুক ও ৬রাউন্ড কার্তুজ উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪) বিজিবি। নিহতরা হলেন- ফোরকান আহমেদের ছেলে জোবায়ের (২৮), ও মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)। তারা সবাই কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ১’র বাসিন্দা।
বিজিবি জানায়, রোববার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪) বিজিবি’র রেজুপাড়া বিওপি’র দুইটি দল নাইক্ষ্যংছড়ির ৩নং ঘুমঘুম ইউনিয়নের গর্জনবুনিয়ার চাকমাপাড়া এলাকার ব্রীজের ওপারে অভিযান চালায়। এ সময় ৫/৬ জনের ১টি দল অস্ত্র-সস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ পিচ ইয়াবা, ২টি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে বিজিবি।
কক্সবাজার (৩৪) বিজিবির কমান্ডিং অফিসার (সিইও) আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।
সারাবাংলা/এনএস