Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদেরকে নিজ নিজ এলাকায় ভ্যাকসিন নেওয়ার অনুরোধ সিইসি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১২

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ভোটারদেরকে করোনার ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো আমার ভোটারদেরকে, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ এলাকায় এই ভ্যাকসিন গ্রহণ করুন।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেওয়ার পর তিনি এ অনুরোধ করেন।

সিইসি বলেন, ‘আসলেই উৎসবমুখর পরিবেশ ভ্যাকসিন নিয়েছি। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি।

তিনি বলেন, ‘এটা করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। ভ্যাকসিন নেওয়ার পর কোনো অসুবিধা হয় না।’

সারাবাংলা/জিএস/এমও

করোনার ভ্যাকসিন কে এম নূরুল হুদা ভোটার সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর