Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৮

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ফেব্রুয়ারি ) দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন করা হয়।

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ওরফে ফিরোজের ২ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়ে ২০১৯ সালের ৭ নভেম্বর দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, শফিকুল আলম একসময় ধানমন্ডি ক্লাবের সভাপতি ছিলেন। ওই ক্লাবের সদস্য হওয়ার জন্য তিনি ৬০ লাখ টাকা দিয়েছেন। শফিকুলের স্ত্রীর নামে ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্যও পেয়েছে সংস্থাটি। তারা বলছে, দেশে-বিদেশে শফিকুলের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাওয়া তথ্য অনুসারে, বিভিন্ন ব্যাংকে শফিকুল আলমের ১ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ১২০ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। ওই টাকারও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি বলে জানায় দুদক।

ক্যাসিনো-বিরোধী অভিযানের শুরুতে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার হন কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম। তার বিরুদ্ধে সেসময় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সারাবাংলা/এসজে/একে

কলাবাগান ক্রীড়াচক্র দুদক শফিকুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর