Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়স ৪০ হলেই ভ্যাকসিনের নিবন্ধন, প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৯

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি বিষয়ে এক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৪০ বছরের বেশি বয়সী সবাই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ‘কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে, সেক্ষেত্রে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলেই তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সবাই টিকা নিলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দ্রুত দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে টিকা প্রয়োগ করা হচ্ছে, তার কার্যকারিতা ৭০ ভাগ। প্রধানমন্ত্রী টিকা নিয়ে আরও বেশি করে প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। মন্ত্রীরা যারা টিকা নিয়েছেন তাদের তো বয়স বেশি, তবে তারা ভালো আছেন।’

সারাবাংলা/এএইচএইচ/এএম

করোনার ভ্যাকসিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর