Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে অস্থিরতা, দুদিনে সূচক হারিয়েছে ২৭০ পয়েন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৪

ঢাকা : পুঁজিবাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে ২৭০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন রোববার ১৪২ পয়েন্ট এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) কমেছে ১২৮ পয়েন্ট।

একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। হঠাৎ করে ঊর্ধমুখী পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে দিশেহারা হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। তবে তাদেরকে আতঙ্কিত হতে নিষেধ করেছেন বাজার বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ সারাবাংলাকে বলেন, ‘পুঁজিবাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় বাজার কিছুটা নিম্নমুখী হয়ে পড়ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘গত কয়েকদিনে টানা দরপতন কিছুটা অস্বাভাবিক হলেও আশা করছি বাজার দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে শেয়ার ক্রয়ের পরিবর্তে শেয়ার বিক্রি করছে। ফলে সূচক পড়ে গেছে।’

এ অবস্থা থেকে বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫০টি কোম্পানির ২১ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৪৭২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ২৩৬টির এবং ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমানা দাঁড়ায় ৭৮৯ কোটি ৮০ লাখ টাকা।

আগের দিন, রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ৫২ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৬ পয়েন্টে নেমে আসে। ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ২৩ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২৮টি কোম্পানির ১ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৪৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির কোম্পানির শেয়ারের দাম।

দিন শেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৯৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন, রোববার সিএসইতে ৪৪ কোটি ২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/একে

ডিএসই পুঁজিবাজার সিএসই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর