Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গ্রেফতার ৩ ভারতীয় ‘জুয়ারি’ রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালে গ্রেফতার তিন ভারতীয় ‘জুয়ারিকে’ জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদ রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি-পশ্চিম জোনের পরিদর্শক মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।’

গত শনিবার বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজের টেস্ট ক্রিকেটের আসর চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করে ‍পুলিশের হাতে তুলে দেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। আটক তিনজন হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।

আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বাদি হয়ে নগরীর পাহাড়তলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সিএমপি কমিশনারের নির্দেশে মামলার তদন্তভার নেয় ডিবি।

সারাবাংলা/আরডি/এসএসএ 

ক্রিকেট গেফতার চট্টগ্রাম জুয়ারি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর