চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে করোনার ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয়দিনে চট্টগ্রামে ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুইদিনে চট্টগ্রামে ৩ হাজার ৭৬৮ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকা নেওয়া ২ হাজার ৬৭৮ জনের অধিকাংশই করোনার সম্মুখসারির যোদ্ধা। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৭ জন এবং মহিলা ২৪১ জন। আবার এদের মধ্যে নগরীর ১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ১ হাজার ২১০ জন।
প্রথমদিন রোববার টিকা নিয়েছিলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরীতে ৪২৩ জন এবং জেলার ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন।
রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা গ্রহণের মধ্য দিয়ে বন্দরনগরীতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। পরে উপমন্ত্রী নওফেল চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালেও গিয়ে করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, সোমবার পর্যন্ত করোনার টিকাগ্রহণের জন্য চট্টগ্রামে নিবন্ধন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।
এদিকে চট্টগ্রাম জেলায় সর্বশেষ রোববার ৯টি ল্যাবে ১ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৭২ জন এবং উপজেলার আট জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৩৩ হাজার ৫২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন মোট ৩৬৯ জন।