Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বারের সদস্য হলেন ৪০ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:১২

ফাইল ছবি

ঢাকা: হাইকোর্ট বিভাগের ৪০ জন আইনজীবীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশনের) সদস্য পদ (মেম্বারশিপ) দেওয়া হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (৭ ফেব্রুযারি) বারের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় তাদের সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা ৪০ জনকে মেম্বারশিপ দিয়েছি। এখন থেকে তারা সুপ্রিম কোর্ট বারের অন্যান্য সদস্যের মতো সব সুযোগ সুবিধা পাবেন।

জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৯ হাজারেরও বেশি আইনজীবী রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এমআই

আইনজীবী সুপ্রিম কোর্ট বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর