Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিলেন বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩১

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সোমবার (৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে স্থাপিত বুথে গিয়ে ভ্যাকসিন নেন তিনি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘বুথে গিয়ে ভ্যাকসিন নেওয়ার আগে কর্তব্যরত নার্সকে বলেছি আস্তে আস্তে সুঁচ ঢুকাইতে, ব্যাথা যেন না পাই। করোনাভাইরাসের প্রতিশোধে ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন সেফ কিনা এই জন্য বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা প্রথম টিকা নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর সবার আগে ভ্যাকসিন নেওয়া উচিত ছিল। তাহলে জনগণ আরও বেশি করে বুঝতো ভ্যাকসিন সেফ। তা না করে একজন নার্স নিয়েছেন প্রথম ভ্যাকসিন।’

তিনি আরও বলেন, ‘ছোটকাল থেকেই আমি ইঞ্জেকশনকে ভয় পেতাম। তাই ভ্যাকসিন নেওয়ার আগে নার্সকে বলেছি, আস্তে আস্তে সুঁচ ঢুকাইতে। করোনাভাইরাস সারা বিশ্বময় মহামারি। প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন, তাই নিয়েছি। বাংলাদেশেতো একটা অপশন, আর অপশন নেই।’

নিজে নেওয়ার পর অন্যদেরও ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন মাহবুব উদ্দিন খোকন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ বিএনপি ভ্যাকসিন মাহবুব উদ্দিন খোকন


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর