Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪০

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ নেতারা। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর পৌরসভার আর্টগ্যালারি এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতারা জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে ভোট বানচালের জন্য বিএনপি’র সন্ত্রাসীরা রাতের আধারে নৌকার মনোনয়ন প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। যা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে এ কাজ করছেন তারা। শান্তিপূর্ণ পরিবেশকে তারা অস্থিতিশীল করতে চায়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ রয়েছে।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, নির্বাচন বানচালের জন্য বিএনপির গুণ্ডা বাহিনী এ কাজ করেছে। এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখন লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এ ধরনে কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে।

সারাবাংলা/এনএস

ঠাকুরগাঁও নৌকার নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর