Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শকের মৃত্যু


২০ মার্চ ২০১৮ ০৮:৪৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১৪

হাবিবুর রহমান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট

ঢাকা: মিরপুরের মধ্য পীরেরবাগে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৯ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে আহত হওয়ার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে পরিদর্শক জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, মধ্য পীরেরবাগের তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে—এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান শুরুর পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হন পরিদর্শক জালাল উদ্দিন। গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে গেছে বলে জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়িটিতে থাকা লোকজন সন্ত্রাসী নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য এখনই বলা যাচ্ছে না। বাড়িতে অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। পুরো ভবন ও আশপাশে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। তল্লাশি শেষে পুরো ঘটনা পুলিশ জানাবে।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চলাকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ঘটনার খবর পেয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখান থেকে কমিশনার স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আহত পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন রাত ২টার দিকে মারা গেছেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও সেখানে যান।

কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

ডিবির একটি সূত্র জানায়, ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এরকম তথ্যে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সদস্যরা তৃতীয় তলায় ওঠার সময় সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এতে জালাল উদ্দিন নামের এক পুলিশ পরিদর্শকের মাথায় গুলি লাগে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে বাসার পেছনে দিয়ে পালিয়ে যায়। বাসা থেকে সন্ত্রাসীদের নারীসহ কয়েক স্বজনকে আটক করা হয়েছে।

নিহত জালাল উদ্দিন এর বাড়ি ঝিনাইদাহের কালিগঞ্জে। ১৯৮৯ সালে কন্সটেবল পদে যোগদান করেন।গত দু’মাস আগে পদন্নতি সূত্রে ডিবিতে যোগদান করেন।

সারাবাংলা/এএইচ/ এমএইচ

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর