Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৫ কোটি টাকার সোনাসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১২

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি সোনাসহ আট জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটি আনুমানিক সকাল ৭টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভুঁইয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দুবাই থেকে ঢাকায় আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস৩৪২-এর মাধ্যমে সোনা চোরাচালান হয়ে থাকতে পারে বলেও মন করছেন তারা।

শুল্ক গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, বিমানটি বোর্ডিং ব্রিজ চারে সংযোগ স্থাপন করলে শুল্ক গোয়েন্দারা বিমানের অভ্যন্তরে বিশেষ তল্লাশীর জন্য প্রবেশ করেন। বিমানটিতে তল্লাশী পরিচালনাকালে ক্যাটারিংয়ের গাড়ি হাই লিফট কনভার্ড ভ্যানের ফুড স্টোরেজের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ৬০টি বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। একইসঙ্গে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।

এদিকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা আট জনকে আটক ও একটি গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এই ঘটনায় কাস্টমস আইনে মামলার পাশাপাশি একটি ফৌজদারি মামলা করা হবে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

সারাবাংলা/এসজে/এমআই

শাহজালাল সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর