বগুড়ায় যুবককে হত্যার দায়ে ২ জনের ফাঁসি
৯ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৩
বগুড়া: মেয়েদের উত্যক্ত করার সময় বাধা দেওয়ায় সনাতন চন্দ্র প্রাং নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুই জনের ফাঁসি ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক বেগম ইসরাত জাহান এই রায় দেন।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাজাহানপুর থানার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম বিপুল (২৮) ও বগুড়া সদর সূত্রাপুর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. অরুণ (২৪)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, শাজাহানপুর থানার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত দশিজল হকের ছেলে মো. রাজিব শেখ ওরফে রাজিব সরকার (২৯), একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রাফিউল ইসলাম ওরফে রনি (২৫), শাজাহানপুর থানার গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া এলাকার মো. আমিরুল প্রামাণিকের ছেলে মো. আলম প্রামাণিক (২৫)।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ (রজত) ও এপিপি অ্যাডভোকেট মো. নাছিমুল করিম (হলি)।
তারা জানান, ২০১৬ সালের ২ এপ্রিল গন্ডগ্রাম এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের হরিবাসর চলাকালীন আসামিরা মেয়েদের উত্যক্ত করছিল। এসময় সনাতন চন্দ্র প্রাং তাদের বাধা দিলে রাত আনুমানিক ১০টার দিকে আসামিরা সনাতনকে ছুরিকাঘাত করে। পরদিন বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা শ্রী সূরথ চন্দ্র প্রাং বাদি হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নুরুল ইসলাম বিপুল, রাফিউল ইসলাম ওরফে রনি ও মো. অরুণ তাদের দোষ স্বীকার করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহনপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ও এস আই খোকন কুমার কুণ্ডু ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর চার্জশিট জমা দেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে চারটার দিকে আদালত এই রায় দেন।
সারাবাংলা /এসএসএ