Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভ্যাক্সের বিনামূল্যের করোনা ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারিতেই

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বৈশ্বিক ভ্যাকসিন জোট ‘কোভ্যাক্স’ থেকে বিনামূল্যে পাওয়া ভ্যাকসিন ফেব্রুয়ারি মাসেই দেশে আসছে। এ মাসের শেষের দিকে এই জোট থেকে এক লাখ ৩১ হাজার ডোজ ভ্যাকসিন দেশে আসবে, যা পাওয়া যাবে বিনামূল্যে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিন নিয়ে মানুষের ভয়-ভীতি দূর হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার ঝামেলা নেই। গতকাল (সোমবার) পর্যন্ত ৭৮ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ মানুষ।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ বলেন, তৃতীয় দিনের মতো সারাদেশে করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চলছে। রাজধানীতে ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বেড়েছে।

বিভিন্ন স্থানে ভ্যাকসিনের অপচয় প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভ্যাকসিনের অপচয় এখনো ১০ শতাংশ ছাড়ায়নি। ১০ শতাংশ অপচয় ধরেই ভ্যাকসিন আনা হয়েছে।

এর আগে, ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সারাবাংলাকে বলেন, কোভ্যাক্স থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়টি আগেও গণমাধ্যমে জানানো হয়েছে। তারা সম্প্রতি এক চিঠিতে জানিয়েছে, বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হবে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ এরই মধ্যেই আমাদের দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এসেছে। ফাইজার-বায়োএনটেকের যে ভ্যাকসিন, সেটি সংরক্ষণের জন্য সমস্যায় পড়তে হতো। এখন যেহেতু অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে, সেটি ভালোই হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স, যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা ভ্যাকসিন কোভ্যাক্স টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর