র্যাবের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত
২০ মার্চ ২০১৮ ০৯:৩৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় র্যাবের ওপর হামলাকারী বাদশা নামে এক ডাকাত গোলাগুলিতে নিহত হয়েছে। সেই সাথে আরো একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব ১০ এর সিপিসি অফিসার মো. মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে একটা ডাকাত গ্রুপ যারা ডিমের গাড়ি, মুরগির গাড়ি ও মাছের গাড়ি ছিনতাই করে। গতকাল রাতে এরকম একটা গ্রুপকে ফলো করতে থাকে র্যাব সদস্যরা। ওই গ্রুপটা গাবতলী ব্রিজের ওপর আসলে র্যাব সংকেত দেয়। তারা গাড়ি না থামিয়ে চলে যায়। এক পর্যায়ে গাড়িটিকে চ্যালেঞ্জ করলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় বাদশা নামে এক ডাকাত নিহত হয়। একজন আটক হয়। আরো একজন আহত হয়। র্যাবের দুজন সদস্য আহত হয়।
সারাবাংলা/ ইউজে/ এমএইচ