Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে সিক্স মার্ডার: আসামি আজিমকে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩১

ঢাকা: রাজধানীর পল্লবীতে সিক্স মার্ডার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত আসামি আজিমকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবী আবাসিক এলাকায় এক বাড়িতে রিজিয়া বেগম, খাদিজা, আন্না, তোফেল, মনির ও মিলন বক্সী নামে ছয় কাজের লোককে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক পল্লবী থানায় একটি মামলা করেন।

এর একবছর পর বাড়ির মালিকের সাবেক ড্রাইভার মাসুম মাতব্বর গ্রেফতার হন। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

বিচার শেষে ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ চার জনকে মৃত্যুদণ্ড দেন। তারা হলেন— মাসুম মাতব্বর, জাকির হোসেন বাহার, মো. কামরুজ্জামান ওরফে কামরুল ও এম এ আজিম ওরফে মাসুদ। পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট তিন জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজিমকে খালাস দেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

পল্লবী সিক্স মার্ডার সিক্স মার্ডার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর