চাল আমদানিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিতে সংশোধনী আসছে
১০ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৮
ঢাকা: চাল আমদানিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিতে সংশোধনী আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানিতে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বিধিতে সংশোধনী আনার জন্য বলা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য ৩টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উত্থাপন করা হলেও দুইটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে ।
চাল আমদানির বিষয়গুলো অনুমোদন দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি করা হবে। ওই প্রস্তাব আগামী সপ্তাহে নিয়ে আসা হবে। আইনি সক্ষমতার কিছু ঘাটতি ছিল। আইনে বলা আছে যে, টেন্ডারের বাইরে কম সময় দিয়ে কোনো জিনিস কেনা যাবে না। রাষ্ট্রের প্রয়োজনে অভ্যন্তরীণ মার্কেট থেকে কিছু কিনলে প্রয়োজনে সময় কমানো যাবে। আন্তর্জাতিক প্রকিউরমেন্ট সম্পর্কে কিছু বলা ছিল না। আন্তর্জাতিক বাজারে চাল, তেল, গমসহ বিভিন্ন জিনিসের দাম উঠানামা করে খুব দ্রুত। সেজন্য কম সময় দরকার এখানে। সেজন্য আমরা আইনটা সংশোধন করছি।
মন্ত্রী জানান, আমরা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) বলে দিয়েছি তাদের বিধিতে সংশোধনী আনার জন্য। বিধিতে সংশোধনী আসলে আমরা এই কাজটি করতে পারবো। আইএমইডি আমাদের পাবলিক প্রকিউরমেন্ট বিধিতে সময় সংক্রান্ত বিষয়টি সংশোধন করবে, অন্য কিছু না।
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুইটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ৬৮(১) ধারা এবং পিপিআর ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ভারতের এনসিসিএফ ( ন্যাশনাল কোপারেটিভ কনজুমার্স ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড) থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চাল ও গম আমদানির লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময় হ্রাস করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সারাবাংলা/জেআর/এসএসএ