সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
১০ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৩
ঢাকা: সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা যদি সবাই ভ্যাকসিন নেই তাহলে কারো মধ্যে সেটা ছড়াতে পারবে না। সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো নিশ্চিন্তে ভ্যাকসিন গ্রহণের জন্য।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নিজে ভ্যাকসিন নিয়েছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করিনি। কোনো অসুবিধা হয়নি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ভ্যাকসিন নিয়েছিলাম, সে সময় আমার জ্বর এসেছিল। তবে এই ভ্যাকসিন নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে ভ্যাকসিন নেবেন।
তিনি বলেন, আমাদের কাজ হলো সবাইকে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো। এটার প্রয়োজন যখন তারা বুঝবে তখন সবাই নিশ্চয়ই ভ্যাকসিন নিতে আসবে।
ভার্চুয়াল অবস্থা থেকে সরাসরি কবে থেকে মিটিং শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার সাথে যারা থাকেন তারা সবাই যদি ভ্যাকসিন নেন তাহলে আমরা সরাসরি কাজ করব।
সারাবাংলা/জেআর/এসএসএ