ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের চতুর্থ দিনে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ১৯ হাজার ১১৫ জন।
এখন পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহণ করেছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে ২৭৭ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখনও পর্যন্ত সবাই সুস্থ আছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪৭টিসহ সারাদেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি। জনসাধারণ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন ও দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন ভ্যাকসিন নিয়েছিলেন। তৃতীয় দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন এক লাখ এক হাজার ৮২ জন।
পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন ২১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও দ্বিতীয় দিন দেখা দেয় ৭১ জনের মধ্যে। তৃতীয় দিন ৯৪ জন এবং চতুর্থ দিন দেখা দিয়েছে ৭০ জনের শরীরে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, যেকোনো ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের ভ্যাকসিন নেওয়ার স্থানে লাল হতে পারে। সামান্য জ্বর আসতে পারে এবং কিছু ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার স্থানসহ শরীরে ব্যথা হতে পারে। ২৭৭ জনের ক্ষেত্রে এমনই হয়েছে। এখনো পর্যন্ত কারোর মাঝেই এর চাইতে গুরুতর কিছু দেখা যায় নাই। আর তাই আমরা বলতে পারি সবাই সুস্থ আছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভ্যাকসিন নিয়েছে ১৯ হাজার ১১৫ জন। এর মধ্যে ১২ হাজার ৭৬৬ জন পুরুষ ও ছয় হাজার ৩৪৯ জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন। রাজধানীতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৪৪৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে ৩০ হাজার ৭৮০ জন পুরুষ ও ১৩ হাজার ৬৬৮ জন নারী।
ঢাকা জেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন তিন হাজার ৭৪৮ জন। এর মধ্যে দুই হাজার ৬৮৭ জন পুরুষ ও এক হাজার ৬১ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ভ্যাকসিন নিয়েছেন দুই হাজার ১০০ জন। এর মধ্যে এক হাজার ৫৩৯ জন পুরুষ ও ৫৬১ জন নারী ভ্যাকসিন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন। এর মধ্যে ২৮ হাজার ২৯২ জন পুরুষ ও ১২ হাজার ৬১৫ জন নারী। এই বিভাগে এখন পর্যন্ত ৮৮ হাজার ৮৩০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। ভ্যাকসিন গ্রহণ করার পরে এই বিভাগে ৫৫ জনের মাঝে ভ্যাকসিন নেওয়া পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবাই সুস্থ আছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৫৪৯ জন ভ্যাকসিন নিয়েছেন। এই বিভাগে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৯১ জন ভ্যাকসিন নিয়েছেন যার মধ্যে পুরুষ ১২ হাজার ২৭৪ জন ও নারী চার হাজার ২১৭ জন। এই বিভাগে ২০ জনের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও সবাই এখন সুস্থ আছেন।
চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৭৭ হাজার ৯২৫ জন যার মাঝে ৫৬ হাজার ৯৮৯ জন পুরুষ ও ২০ হাজার ৯৩৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ভ্যাকসিন নিয়েছে ৩৭ হাজার ৪৫৮ জন। এখন পর্যন্ত এই বিভাগে ৭৬ জনের মাঝে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও সবাই এখন সুস্থ আছেন।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৭ হাজার ৯৭১ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৬৮৭ ও নারী পাঁচ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ১০ জনের শরীরে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে ১২ হাজার ২৮০ জন পুরুষ, নারী চার হাজার ৮৩৫ জন। এই বিভাগে পাঁচ জনের মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
বরিশাল বিভাগে ভ্যাকসিন দেয়া হয়েছে ছয় হাজার ১৪৭ জনকে। এর মধ্যে পুরুষ চার হাজার ৪৭৯, নারী এক হাজার ৬৬৮। এই বিভাগে পাঁচ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।
সিলেট বিভাগে ভ্যাকসিন দেয়া হয়েছে ১৭ হাজার ৮০ জনকে। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৭২৫, নারী পাঁচ হাজার ৩৫৫। এদের মধ্যে কারও শারীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
রংপুর বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ১৪ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ দশ হাজার ৩৪৯ ও নারী তিন হাজার ৮৩০ জন। এই বিভাগে ১৫ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে।